-->

অমর ভীমাচরণ তোমায় করি স্মরণ-ড. চঞ্চল কুমার মণ্ডল

 

অমর ভীমাচরণ তোমায় করি স্মরণ-ড. চঞ্চল কুমার মণ্ডল

অমর ভীমাচরণ তোমায় করি স্মরণ


স্মৃতির স্তম্ভকে সবে চিনিবেই ঠিকি

অমর কথা যদি দেয় তায় লিখি।

কেউ বা শুধু মরে কাপুরুষের ধাঁচে

অমরতো সেই লোক যেই মরে বাঁচে!

 

তেমনি অমর ভীমাচরণ ঘোড়ই,

ইংরেজ হঠাতে তিনি করে ছিলেন লড়াই

দেশ প্রেমের মন্ত্রে যিনি ইংরেজদের হঠান

গ্রাম জীবনের পাঁকে যিনি প্রেমের পদ্ম ফোটান

ভীমের মতো তেজস্বী, যাঁর রক্ততে হুল ফোটায়

র’বে তিনি চির এমন মনের মনি কোঠায়।

আপন কর্ম-কীর্তি গাথায় ঘোড়ই ভীমাচরণ,

ফুল-চন্দন, ধূপে -ধোঁয়ায় করি তোমায় স্মরণ!

                -ড. চঞ্চল কুমার মণ্ডল

 কবিতাটি ২০১৮ সালে ভীমাচরণ স্মরণোৎসব রজত জয়ন্তী বর্ষ, ৩য় স্মারক সংকল 'স্মৃতি রেণু' পত্রিকায় প্রকাশিত হয়।